ডিসেম্বর থেকেই বর্ধিত ভাতা পাবেন এই সমস্ত কর্মীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 অঙ্গনওয়াড়ি (ICDS) কেন্দ্রের কর্মীদের বৃহস্পতিবার সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের জন্য পূর্বঘোষিত বেতন বৃদ্ধি কার্যকর হচ্ছে ডিসেম্বর থেকে। অর্থাৎ নতুন বছর থেকে অতিরিক্ত ১০০০ টাকা হাতে পাবেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। এদিন এই ঘোষণা শুনে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা সকলে।

পুজোর মুখেই করোনা পরিস্থিতিতে ৩৬ কোটি বাড়িতে গিয়ে সমীক্ষা চালানো আশাকর্মীদের বেতন এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য পূর্ব ঘোষিত মাসিক ভাতা ডিসেম্বর মাস থেকেই কার্যকর করা হবে।

এতদিন রাজ্যের আশাকর্মীরা মাসে সাড়ে ৪ হাজার টাকা বেতন পেতেন। তাঁদের বেতন ১,০০০ টাকা বেড়ে হতে চলেছে ৫,৫০০ টাকা। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে অবসরকালে আইসিডিএস কর্মীদের এককালীন তিন লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।



এদিন আরও একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার থেকে রাজ্যের সব পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ তবে অন্য কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকলে এই সুবিধে পাওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আগামী ১ ডিসেম্বর থেকে এই ঘোষণাও কার্যকর করা হবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পরিবারকেই স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেওয়া হবে৷ স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেখালে বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে৷ প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাওয়া যাবে এই প্রকল্পে৷




মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রায় দেড় হাজার হাসপাতাল স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত আছে৷ সরকারি হাসপাতালে তো বিনা পয়সাতেই চিকিৎসা হয়, বেসরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাওয়া যাবে৷ পাশাপাশি ভেলোরের হাসপাতালগুলি, এইমস-এর মতো হাসপাতালেও এই কার্ডের সুবিধে পাওয়া যাবে৷’


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন