রাজ্যের দরিদ্র বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্মসাথী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবকদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে লোন সরবরাহ করবে
সেই সমস্ত বেকার যুবক এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারে, যারা পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি উপস্থাপিত বাজেটে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য ৫০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছে।
West Bengal Karma Sathi Prakalpa Scheme
Eligibility Criteria
- Only permanent youth of West Bengal are eligible to avail of this scheme.
- This scheme has been started with the objective of making unemployed youth self-reliant through their own business.
- Only unemployed youth who have passed at least 10th or 12th standard are eligible to apply under this scheme.
Essential Documents
- Aadhar Card
- Voter ID Card
- 10 V or 12 V Marksheet
- Residence Certificate
- Passport size photo
Incentive under the Scheme
- This scheme has been started by the concerned authority of the state, through which a loan of about 200000 rupees will be provided every year.
- So far 1 lakh beneficiaries have been selected as beneficiaries by the Karma Sathi Prakalpa Scheme.
- About 500 crore rupees have been completed by the state government for this scheme.
- The scheme has been launched as a maj or initiative in the press conference by the Government of West Bengal.
আবেদন পদ্ধতিঃ
অফলাইনে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এর অফিস রয়েছ।। সেই অফিসের ঠিকানা, ফোন নম্বর নীচে দেওয়া লিঙ্কে পাবেন - নিজের নিজের জেলার অফিসে যান, সেখানে গিয়ে ফর্ম সংগ্রহ করে জমা দিন, পরবর্তী স্টেপ গুলো অফিস থেকে বলে দেবে।
অফিসের ঠিকানা ও ফোন নম্বর জানতে এখানে ক্লিক করুন - Click Here
তবে ফর্ম নিয়ে ফিলাপ করে সেটি বিভিন্ন কোওপারেটিভ ব্যাঙ্কে গিয়ে জমা করতে হবে, কারন রাজ্য সরকার জানিয়ে দিয়েছে - বিভিন্ন কোওপারেটিভ ব্যাংকের সাথে তাদের টাই-আপ রয়েছে এই লোন দেওয়ার ব্যাপারে, তবে অফিসে গেলে আপনারা আরও ভালভাবে জানতে পারবে।।
