রাজ্য ও কেন্দ্র সরকারের মোট ১০ টি চাকরির খবর, মাধ্যমিক পাশে আবেদন করুন



১) কেন্দ্রীয় শিক্ষা বোর্ডে গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। NCTE Recruitment 2020.z

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার গ্রেড-সি, স্টেনোগ্রাফার গ্রেড বি-ডি।

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী গ্রাজুয়েশন পাশ, উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটারে টাইপিং- এর দক্ষতা থাকতে হবে।

বয়স- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২০।

Apply Now      

                                                                                                                                           

২) রাজ্যে ৩৩ হাজার শূন্যপদে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ। কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার।

শূন্যপদের বিন্যাস- গ্রুপ-সি: ১৭,৭২৩ টি, গ্রুপ-ডি: ৬,৭৮০ টি, গ্রুপ-বি: ৯,১২৭ টি, ।

শিক্ষাগত যোগ্যতা- গ্রুপ সি- মাধ্যমিক পাশ। গ্রুপ-ডি: অষ্টম শ্রেণী পাশ। গ্রুপ-বি: গ্রাজুয়েশন পাশ।

বয়স- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

আবেদন করতে পারবেন অনলাইনে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে জানিয়ে দেওয়া হবে।

                                                                                                                                           

৩) রাজ্যে হোম গার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন। নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় কমপক্ষে শেষ তিন বছরের বসবাসের শংসাপত্র থাকলেই আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ।

বয়স- ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ আগস্ট ২০২০ তারিখে হিসাবে।

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র যেখানে ভরে পাঠাবেন, ওই খামের উপরে লিখতে হবে- "APPLICATION FOR THE POST OF HOME GUARD".

আবেদন পত্র পাঠাতে হবে- To the Superintendent of Police, Home Guards, Murshidabad.

আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- ৩১ আগস্ট।

আবেদন পত্র ডাউনলোড করুন-  Apply Now

                                                                                                                                            


৪) রাজ্যের স্কুলে ক্লার্ক ও সহ শিক্ষক স্থায়ী পদে নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

পদের নাম- ক্লার্ক কাম টাইপিস্ট ও সহ শিক্ষক।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ

বয়স- সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে (অনলাইনের মাধ্যমে)।

আবেদনের শেষ তারিখ- ২৮ আগস্ট ২০২০।

আবেদন পত্র ডাউনলোড করুন- Apply Now

                                                                                                                                           

৫) বন দপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগ। নিয়োগ করা হবে "রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট"। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। 

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগের উচ্চমাধ্যমিক পাশ।

বয়স- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ৩০/১০/২০২০

আবেদন পত্র ডাউনলোড করুন- Download


                                                                                                                                            

৬) সশস্ত্র সীমা বলে ১৫২২ শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যেসব ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- কার্পেন্টার, ‌পাম্বলার, গার্ডেনার, কুক, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, ওয়েটার, ভেটেরিনারি, পেইন্টার, টেলর কবলার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক পাশ/ ITI সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা।

বয়স- বিভিন্ন পদ অনুযায়ী ২১-২৭ বা ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন 

এই নিয়োগের এখনো আবেদন শুরু হয়নি। খুব শীঘ্রই আবেদন শুরু হবে।

অফিশিয়াল নোটিফিকেশন- Download

                                                                                                                                           


৭) দক্ষিণ ২৪ পরগনা জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে

 আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। জেলা আদালতের ঠিকানায় আবেদন পত্র পাঠানো যেতে পারে অথবা মেইল আইডির মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ৩১ আগস্ট ২০২০।

আবেদন পত্র ডাউনলোড- Click here

OFFICIAL WEBSITE

                                                                                                                                           

৮) হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ১১০ শূন্যপদে আশা কর্মী নিয়োগ চলছে। কেবল বিবাহিতা বিধবা আইনত বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। যারা মাধ্যমিকে পাস করতে পারেননি তারা আবেদনযোগ্য।

বয়স- ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ- ৩১ আগস্ট বিকেল চারটে পর্যন্ত।

আবেদনপত্র ডাউনলোড করুন- Click here

                                                                                                                                           

৯) জেলায় জেলায় ট্রাফিক পুলিশ নিয়োগ।

মোট শূন্যপদ- ২৫৭৭

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রাজুয়েশন পাস।

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপডেট দেওয়া হবে।

                                                                                                                                           

১০) কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল নিয়োগ চলছে। নিয়োগ করা হবে দিল্লি পুলিশে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

মোট শূন্যপদ- ৫৮৪৬

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল।

বয়স- ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জুলাই ২০২০ তারিখের হিসাবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- ৭ সেপ্টেম্বর।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড - Click here

                                                                                                                                           

১১) ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ৩৫০ শূন্যপদে টেকনিক্যাল অফিসার নিয়োগ। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন জোনাল অফিসে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। জোনাল অফিস গুলি হল- কলকাতা (২০), হায়দ্রাবাদ (২০০), দিল্লি (৪০), বেঙ্গালুরু (৫০), মুম্বাই (৪০)।

শিক্ষাগত যোগ্যতা- A First Class Engineering Degree in Electronics & Communication Engineering/ Electrical Electronics Engineering / Electronics & Instrumentation Engineering/ Mechanical Engineering/ Computer Science Engineering/ Information Technology with minimum 60% marks in aggregate from any recognized Institution / University.

বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ৩১ জুলাই ২০২০ তারিখে হিসাবে।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- ৩০ আগস্ট ২০২০।

অফিশিয়াল নোটিফিকেশন- Click here

                                                                                                                                           

১২) রাজ্যে খুব শীঘ্রই কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাস।

বয়স- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

বিস্তারিত জানতে- ক্লিক করুন

                                                                                                                                           

১৩) পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে ৮৫৮ শূন্যপদে গ্রুপ-ডি কর্মী পদে আবেদন চলছে। নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে।

পদের নাম- মজদুর।

শিক্ষাগত যোগ্যতা- বাংলা ও ইংরেজি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে।

বয়স- সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন করতে হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট ২০২০।

Apply Now- Click here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন