১) সশস্ত্র সীমা বলে ১৫২২ শূন্যপদে কনস্টেবল (ট্রেডসম্যান) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যেসব ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- কার্পেন্টার, পাম্বলার, গার্ডেনার, কুক, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, ওয়েটার, ভেটেরিনারি, পেইন্টার, টেলর কবলার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক পাশ/ ITI সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা।
বয়স- বিভিন্ন পদ অনুযায়ী ২১-২৭ বা ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
এই নিয়োগের এখনো আবেদন শুরু হয়নি। খুব শীঘ্রই আবেদন শুরু হবে।
অফিশিয়াল নোটিফিকেশন- Download
২) হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ১১০ শূন্যপদে আশা কর্মী নিয়োগ চলছে। কেবল বিবাহিতা বিধবা আইনত বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। যারা মাধ্যমিকে পাস করতে পারেননি তারা আবেদনযোগ্য।
বয়স- ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ- ৩১ আগস্ট বিকেল চারটে পর্যন্ত।
আবেদনপত্র ডাউনলোড করুন- Download
৩) দক্ষিণ পূর্ব রেলওয়ে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
নিম্নের ট্রেড গুলিতে ট্রেনিং দেওয়া হবে- ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, পেইন্টার, কার্পেন্টার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন ট্রেডে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে।
বয়স- ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ৩০ আগস্ট।
যোগাযোগ নম্বর- ৭৭৫২২-৪৩৬৩৫
Apply Now- Click Here
৪) রাজ্যে প্রায় এক হাজার শূন্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ করা হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন।
শূন্যপদ- প্রায় ১০০০।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাস।
এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট দেওয়া হবে।
বিস্তারিত জানতে- Click Here
৫) রাজ্যে হোম গার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন। নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় কমপক্ষে শেষ তিন বছরের বসবাসের শংসাপত্র থাকলেই আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ।
বয়স- ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ আগস্ট ২০২০ তারিখে হিসাবে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র যেখানে ভরে পাঠাবেন, ওই খামের উপরে লিখতে হবে- "APPLICATION FOR THE POST OF HOME GUARD".
আবেদন পত্র পাঠাতে হবে- to the superintendent of police, home guards, Murshidabad.
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- ৩১ আগস্ট।
আবেদন পত্র ডাউনলোড করুন- Download
৬) ভারতীয় সেনাবাহিনীতে ট্রেনিং দিয়ে সরাসরি টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৭০ শতাংশ নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি ও অংক নিয়ে উচ্চমাধ্যমিক পাস।
বয়স- সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ৯ সেপ্টেম্বর।
Apply Now- Click Here
৭) রাজ্যের জল সম্পদ উন্নয়ন বিভাগ, পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন বিভাগ, PWD বিভাগ, কৃষিকার্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার্স (সিভিল) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ডিগ্রী কোর্স পাশ। প্রাকটিক্যাল ট্রেনিং, স্টাডি বা গবেষণার কাজে অন্তত এক বছরের পোস্ট গ্রাজুয়েট অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ২১ আগস্ট ২০২০।
অফিশিয়াল নোটিফিকেশন- Download
৮) দার্জিলিং জেলায় অ্যাকাউন্ট ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ।
আবেদনের শেষ তারিখ- ২৫ আগস্ট।
আবেদন পত্র ডাউনলোড করুন- Download
৯) পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ। উচ্চমাধ্যমিক/ BMLT/ DMLT পাস করে থাকলে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ- ২৪ আগস্ট।
আবেদনপত্র ডাউনলোড করুন- Download
১০) জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট এন্ড কোয়ালিটি মনিটরিং পদে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক পাশ/ DMLT/ BMLT/ গ্রাজুয়েশন পাশ।
বয়স- সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- CMOH & secretary, DH & FW Samiti, Jalpaiguri, CMOH Office, 1st floor, district health and administrative building, hospital para, Jalpaiguri, PIN- 735101.
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- ২৬ আগস্ট।
আবেদন পত্র ডাউনলোডকরুন- Download
১১) কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল নিয়োগ চলছে। নিয়োগ করা হবে দিল্লি পুলিশে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
মোট শূন্যপদ- ৫৮৪৬
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল।
বয়স- ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জুলাই ২০২০ তারিখের হিসাবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ৭ সেপ্টেম্বর।
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড করুন- Download