নার্সিং কলেজে ২,৬৬৭টি আসন বাড়ালেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজে ২,৬৬৭টি আসন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে ৯,৩৩৩ জন নার্স নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের পর নার্সিং কলেজে আসন বাড়ানোর উদ্যোগকে মুখ্যমন্ত্রীর সময়োচিত পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে জিএনএম, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং আসন রয়েছে।
- রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজে বর্তমানে সাড়ে চার হাজার জিএনএম আসন ছিল। এবার তা বেড়ে হল ৫,৫৭৭টি।
- একইভাবে বেসিক বিএসসি নার্সিং আসন ১,৬৭৫ থেকে বেড়ে হল ২,৭৬০টি।
- পোস্ট বেসিক আসন বাড়ল ৫৫৫ থেকে বেড়ে হল ৯৫৫।
- এমএসসি নার্সিং-এর আসন ছিল ২৮০টি, বেড়ে হল ৩৮৫।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নার্সের অভাব মেটাতে নতুন নিয়োগের পাশাপাশি নার্স তৈরি করাও জরুরি। তাই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত, জানিয়েছেন স্বাস্থ্যভবনের এক কর্তা।
এই প্রতিবেদনেটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে - Click Here
How to apply
উত্তরমুছুন