Swami Vivekananda Scholarship 2019 Online Application – SVMCM


পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর প্রতিবছর মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের স্কলারশীপ প্রদান করে থাকে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত এই স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ (Swami Vivekananda Merit cum Means Scholarship)। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। যেসমস্ত ছাত্রছাত্রীরা পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম তারাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক, UG, PG, ডিপ্লোমা কোর্সে এই বছর ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। নিচে সম্পূর্ণ তথ্য দেওয়া হলো।

স্কলারশিপ, কন্যাশ্রী K3 স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি ইউনিভার্সিটি ছাত্রীদের জন্য।


স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এই স্কলারশিপের অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয় যোগ্যতা গুলি মেনে চলতে হবে।

১. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে তবেই সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

২. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩. যে সমস্ত ছাত্র-ছাত্রী 2019 সালে পরীক্ষায় পাশ করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারাই কেবল মাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

৪. নিচে কোর্স অনুযায়ী সর্বনিম্ন নাম্বারের তালিকা দেওয়া হলো। কেবলমাত্র এই নাম্বার বা এর থেকে বেশী নাম্বার থাকলে তবেই আবেদন করা যাবে।

বর্তমান কোর্সপ্রয়োজনীয় নাম্বারস্কলারশিপ
উচ্চমাধ্যমিক (XI+XII)মাধ্যমিকে 75% নাম্বারপ্রতি মাসে 1000 টাকা
Undergraduate (Engineering / Medical/ Honours /GNM / Para-medical)উচ্চমাধ্যমিকে 75% নাম্বারপ্রতি মাসে 1000 থেকে 5000 টাকা
ডিপ্লোমা (পলিটেকনিক)মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে 75% নাম্বারপ্রতি মাসে 1500 টাকা
PostgraduationUG কোর্সে 53% নাম্বারপ্রতি মাসে 2000 থেকে 5000 টাকা

উপরে উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতা গুলি পূরণ করলে ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।


এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে। তাই অনলাইনে আবেদন করার পর কোন ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি শেষ। এখন আবেদনকারী ড্যাশবোর্ডে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে।


গুরুত্বপূর্ণ তারিখ

পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদনের

 

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের Renewal আবেদন

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের Renewal আবেদন এর জন্য ছাত্র-ছাত্রীদের Application ID ও Password (গত বছর অনলাইন আবেদনের সময় প্রাপ্ত) দিয়ে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর উপরে উল্লেখিত ধাপগুলি অনুযায়ী Renewal আবেদন করতে হবে।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক কোর্সে (Class XI), গ্রাজুয়েশনের প্রথম বছরে অথবা পলিটেকনিকের প্রথম বছরে 60% নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপ Renewal করার যোগ্য। পোস্টগ্রাজুয়েট (PG) কোর্সের জন্য সর্বনিম্ন 50% নাম্বার প্রথম বছর পেতে হবে, তবেই পরের বছরের জন্য Renewal আবেদন করা যাবে।

SVMCM স্কলারশিপের অনলাইন Renewal আবেদনের সময় আবেদনকারীকে শেষ স্কুল/কলেজ/ইউনিভার্সিটি পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে। যদি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় তাহলে দুটি সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে আবেদন করতে হবে। যেমন, (1st সেমিস্টার + 2nd সেমিস্টার) মার্কশিট দ্বিতীয় বর্ষে Renewal আবেদনের জন্য।

SVMCM Scholarship, Read this complete information in English Version.

SVMCM স্কলারশিপের হেল্পলাইন

স্কলারশিপের অনলাইন আবেদনের সময় কোন সমস্যা হলে অথবা অন্যান্য কোন জরুরী তথ্যের জন্য‌ SVMCM স্কলারশিপের হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য helpdesk.svmcm-wb@gov.in ঠিকানায় ইমেল পাঠাতে পারো অথবা 18001028014 (টোল ফ্রি) নাম্বারে ফোন করতে পারো।

এই স্কলারশিপ সংক্রান্ত অন্য কোন প্রশ্ন কি তোমাদের মনে থাকে তাহলে তা তোমরা আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আমরা তোমাদের যথারীতি সাহায্য করার চেষ্টা করব।
































একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন