▶বন সহায়ক কর্মীদের কি কি কাজ করতে হবে?
বন সহায়ক কর্মীদের ৩ টি বিভাগে পোষ্টিং হয় -
- Plantation Division (চাষ বিভাগ)
- Monitoring Division (নজরদারি বিভাগ)
- Wildlife division (বন্যপ্রাণী বিভাগ)
যদি Plantation Division (চাষ বিভাগ) হয় তাহলে
- গাছ লাগানো,
- গাছের পরিচর্যা
- গাছের এলাকা পাহারা দেওয়া ইত্যাদি।
যদি Monitoring Division হয় তাহলে গাছ পরিমাপ ইত্যাদি করতে হবে।
যদি Wildlife division পড়ে তাহলে
- হাতি তাড়ানো,
- চোরা শিকারী ধরা
- অফিসারদের সাথে যাওয়া,
- বে আইনি কাঠ বা প্রাণী পাচার বন্ধ করতে সাহায্য করা
মোদ্দা কথা, খুব দায়িত্বের কাজ।
কত মাসের জন্য নিয়োগ করছে?
৩ থেকে ১২ মাসের জন্য নিয়োগ করছে।
.কাজের সময়ঃ - সারাদিনও হতে পারে, ৬ -৮-১০ ঘন্টা ও হতে পারে। ঠিক নেই।
পরবর্তীকালে স্থায়ী হবে কি?
:- না
Physical Standard -
Male - 163 cm Height
84-89 Chest (Chest Expansion - 5 cm)
Female - 150 cm Height
79-84 Chest (Chest Expansion - 5 cm)
Distance in Walk
Male - 25 km in 4 hour
Female - 16 km in 4 hour
নিয়োগ প্রক্রিয়া -- ইন্টারভিউ ও পার্সনালিটি টেস্ট
Subject Aspect Maximum Marks
Ability to read Bengali 30
Ability to write Bengali 30
Ability to read English or Hindi 10
General Knowledge Oral Test 20
Personality fitness for forestry works 10
ইন্টারভিউয়ের ১০০ টি প্রশ্নের উত্তর: Download
অফিশিয়াল ওয়েবসাইট:- Download
Thankyou sir apnar moto loker darkar ai sab information deor jono
উত্তরমুছুনThank you
উত্তরমুছুন