সপ্তায় পেরিয়ে গেল "প্রচেষ্টা প্রকল্পের" আবেদন করা নিয়ে সমস্যা মেটেনি
সপ্তায় পেরিয়ে গেল "প্রচেষ্টা প্রকল্পের" আবেদন করা নিয়ে সমস্যা মেটেনি --- অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে। এ নিয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরাও।
জেল প্রশাসনের তরফ থেকে সোমবার জানানো হয় - এই প্রকল্পে অনেকেই আবেদন করতে পেরেছে। ইতিমধ্যে প্রায় ২২,০০০ আবেদন জমা হয়েছে।
এছাড়াও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় - নিয়ম মেনে অফলাইনে জমা দেওয়া আবেদন গুলি বাতিল হবেনা।
অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অনেকেরই সমস্যায় পরতে হচ্ছে এখনও।
অনেকেই অভিযোগ করছেন ফর্ম জমা দিতে গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে, ফোন স্ট্রং নেট কানেকশন থাকা সত্ত্বেও নেট কানেকশন প্রব্লেম দেখা যাচ্ছে। One time password (Otp) না আসায় আবেদন জমা করা যাচ্ছে না।
জেলা প্রশাসন কর্তাদেরও দাবি - অনেকেই এই প্রকল্পে আবেদন করতে পারছেন। সোমবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২১,৯৮৪ টি আবেদন পত্র জমা পড়েছে।
টাকা ঢুকছে কি?
লাস্ট ডেট কি বাড়ানো হবে?