কেন্দ্র সরকারের ট্যুর অফ ডিউটি প্রকল্প || ৩ বছরের জন্য সেনাতে নিয়োগ || বয়স, শিক্ষকতা যোগ্যতা, বেতন, কাজের মেয়াদ?



তো বন্ধুরা , তোমাদের মধ্যে অনেকেরই ট্যুর অফ ডিউটি নিয়ে অনেকসংশয় আছে , আপনারা অনেকেই আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন , তো আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে আপনাদের সংশয় দূর হয়ে যাবে । 

তো এই প্রকল্পে আপনারা তিন বছর পর্যন্ত সেচ্ছায় কাজ করতে পারবেন , কমপক্ষে তিন বছরের জন্য । 

যেটি জানা গিয়েছে ,,  দুটি পদে নিয়োগ করা হবে সেই দুটি পদের নাম হলো - 
১. অফিসার 
২. জওয়ান 

এবং জওয়ান ও অফিসার দুই ক্ষেত্রেই এখানে অনেকগুলো ভাগ আছে ।
দেশের যুব সমাজের কেন্দ্রীয় সশস্ত্রবাহিনী ও অসামরিক বাহিনীতে নিয়োগ করা হবে ।  



শূন্যপদঃ
তো জওয়ানদের ক্ষেত্রে ১০০০ টি শূন্যপদ এবং অফিসারদের ক্ষেত্রে ১০০ টি শূন্যপদ বরাদ্দ আছে । 

কাজের মেয়াদ - অন্তত তিন বছর পর্যন্ত সেচ্ছায় কাজ করতে পারবেন কিন্তু তারমানে এটা ভাববেন না যে , তিন বছর পর আপনি কাজ করতে পারবেন না ।  

এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ই সুযোগ পাবে ।
এই ব্যাপারে কাজের মধ্যে থাকতে থাকতেই আপনারা সব কিছু জানতে পারবেন । এখনই এই ব্যাপার নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না । 

এই পদে থাকা অফিসার ও জওয়ানরা অন্যান্য সেনা কর্মীদের মতোই সব সুযোগ সুবিধা পাবেন । তাদের মধ্যে কারোর যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার পরিবার ও পাবেন ফ্যামিলি পেনশন । 

যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি -
 এখানে বলে রাখি , বয়স ও ফিটনেসের ভিত্তিতেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে । তবে , নূন্যতম যোগ্যতা থাকবে কিন্তু সেটা এখনও অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি ।
 কিন্তু জওয়ানদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ ও অফিসারদের ক্ষেত্রে স্নাতক পাশ হতে হবে কিন্তু সেটা সঠিকভাবে অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে । 
তবে নিয়োগের আগে কোনো লিখিত পরীক্ষা হবে না । নিয়োগের পরে হবে এক বছরের ট্রেনিং । তবে ট্রেনিংএর ওপর ভিত্তি করে পরীক্ষা হতে পারে । 



বেতন
বেতন এখানে অন্যান্য সেনা কর্মীদের মতোই দেওয়া হলেও হতে পারে আবার নাও হতে পারে । তবে সেটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে । 

আসলে বর্তমানে , মূলত সেনা সংখ্যায় ঘাটতি হওয়ার জন্যই এই নিয়োগ । তাই স্থায়ী কর্মীদের তুলনায় বেতন কিছুটা কম হলেও হতে পারে । তবে এই কাজে যেহেতু ট্রেনিং হবে , সেহেতু ট্রেনিং সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন যেটি আপনাকে ভবিষ্যতে ডিফেন্স নিয়ে যেকোনো চাকরিতে আপনাকে সাহায্য করবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন