এই লকডাউনের মধ্যে বেকারদের জন্য রয়েছে একটা দারুন সুখবর । আমাজন কোম্পানির তরফ থেকে পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করা হবে ।
আপনারা সকলেই জানেন যে , লকডাউনের জন্য অনেক নিজের চাকরি হারিয়েছেন , আর এই সময়ে আমাজন ইন্ডিয়া থেকে ঘোষণা করা হয়েছে যে পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করা হবে । তো , ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ।
তো বন্ধুরা , পঞ্চাশ হাজার শূন্যপদে কর্মী নিয়েগের জন্য কিন্তু ঘোষণা করে দিয়েছে আমাজন ইন্ডিয়া , যেখানে আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারতেন । বেকারদের জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে কারণ এই লকডাওনের সময়ে সকলে একটা কাজ খুঁজছেন । এর জন্য আপনাদেরকে দেখাবো , কিছু বড়ো বড়ো নিউজ পেপারেও রয়েছে পঞ্চাশ হাজার কর্মীর নিয়োগের খবর । তাহলেই আপনাদের মনে কোনো সংশয় থাকবে না ।
তো , এটিও কিন্তু একটি নিউজ পেপারে দিয়েছে যেখানে বলা হয়েছে , good news amazon India announces 50,000 jobs .. এখানে সমস্ত ডিটেইলস বলা আছে ।
আর একটা নিউজ পেপার যেখানে বলা হয়েছে ,
Amazon India to add 50,000 temporary roles for warehousing , delivery network এবং আপনারা কিন্তু ডেটটিও দেখতে পারবেন , এই মাসের 22 তারিখ । এছাড়া বাংলা অনেক নিউজ পেপার আছে যেখানে এটির বিজ্ঞপ্তি বেরিয়েছে ।
" মহামারীর মধ্যে ভারতে পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে আমাজন " ।
নয়াদিল্লি - দেশজুড়ে লকডাউনে যখন বেকারত্ব বাড়ছে , তখন কিছুটা হলেও সুখবর শোনালো , ই কমার্স সংস্থা আমাজন । ভারতে পঞ্চাশ হাজার কর্মী নিয়োগের কথা জানাল এই সংস্থা ।সংস্থার একটি ব্লগ পোস্টে একথা জানানো হয়েছে ।
তবে অস্থায়ী ভাবে আপাতত এই লোক নিয়োগ করা হবে ।মূলত ডেলিভারি দেওয়ার জন্য এই লোক নিয়োগ করা হবে । অনলাইনে বহু মানুষ কেনাকাটা করছেন বর্তমানে ,, তাই সেই চাহিদা পূরণ করার জন্যই আমাজন এই লোক নিয়োগ করার কথা ভেবেছেন ।
তো আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ করতে পারেন । সেখানে আপনারা সমস্ত ডিটেইলস দেখতে পারবেন ।
এরপরে যখনই নিয়োগ শুরু হবে , তখনই আপনাদের জানিয়ে দেওয়া হবে । অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি হবে , কে কে আবেদন করতে পারবেন , এর জন্য যোগ্যতা কি রয়েছে , আর কি কি পোস্টে নিয়োগ করা হবে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে ।


