সরকারি ডাটা এন্ট্রি পদে নিয়োগ || স্বাস্থ্য দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, মেডিক্যাল কলেজে নিয়োগ করা হব ||





পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর।

নিয়োগ করছেঃ পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তর। 

কর্মস্থলঃ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ। (দক্ষিণ ২৪ পরগনা)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ।  মিনিটে ১৩ টি শব্দ (ইংরেজিতে) টাইপ   ও ১ ঘন্টায় ৮০ Key ডিপ্রেশন সক্ষমতা।

বেতনঃ ১৩,০০০



কাজের মেয়াদঃ ৩ মাস।  (অবস্থা বুঝে পড়ে বাড়ানো হতে পারে)

নিয়োগ প্রক্রিয়াঃ ইন্টারভিউ ( ২৬শে মে ২০২০ তারিখে ইন্টারভিয় হবে)

আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।
আবেদনপত্র টি ডাউনলোড করে সেটি ফিলাপ করে তারসাথে ১কপি বায়োডাটা ও ডকুমেন্ট
১) আধার/ভোটার
২) বার্থ সার্টিফিকেট
৩)কোয়ালিফিকেশন সার্টিফিকেট
৪) এক্সপেরিয়েন্স ডিটেইলস
জেরক্স করে সেল্ফ এটেস্টেড করে recruitment.dhmgch@gmail.com এই ইমেইল সেন্ড করতে হবে।

আবেদন মূল্যঃ কোনো কাস্টের আবেদন মূল্য নেই। 

আবেদনের শেষ তারিখঃ
২৪শে মে ২০২০ 

আবেদন পত্র ও অফিশিয়াল নোটিশ 👇👇

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন