নমস্কার বন্ধুরা, আগামী মাসে চালু হচ্ছে এক দেশ এক রেশনকার্ড যোজনা ,, তিন কোটি রেশন কার্ড বাতিল করলো কেন্দ্র সরকার এবং চালু হতে চলেছে এক দেশ এক রেশন কার্ড ।
এখানে বলা হয়েছে , one nation one রেশন কার্ড স্কিম । এখানে এর মানে হচ্ছে , একদিকে যেমন করোনার জন্যে দেশের অর্থনীতির যেভাবে বিপর্যস্ত হয়েছে , অন্যদিকে তিন কোটি রেশন কার্ড বাতিল করলো কেন্দ্র সরকার এই নিয়ে খবর প্রকাশিত হয়েছে ,, এক টুইটের মাধ্যমে বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে , তিন কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে এবং কেন এই প্রচুর পরিমাণে রেশন কার্ড বাতিল করা হলো সেই উত্তরে জানা গেলো , যে সমস্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করা হয়নি সেই সমস্ত রেশন কার্ড বাতিল করা হলো । কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন , রেশন কার্ড ডিজিটাল করার সময় প্রায় তিন কোটি কার্ড জাল পাওয়া গেছে । এই জন্য সমস্ত কার্ড বাতিল করা হয়েছে । অন্যদিকে , এই বাতিল কার্ডের জায়গায় নতুন কার্ড জারি করা হয়েছে কিনা সেই প্রশ্নে মন্ত্রী জানিয়েছেন , এই বিষয়ে খাদ্য দপ্তর ও পাবলিক বিতরণ বিভাগের সচিবকে নির্দেশ দেয়া হয়েছে । আগামী 1st জুন মাস থেকে সারা দেশে চালু হচ্ছে , এক দেশ এক রেশন কার্ড যোজনা । এই যোজনা অনুযায়ী , এর মাধ্যমে কোনো উপভোক্তা দেশের যেকোনো প্রান্তের যেকোনো রেশন দোকান থেকে সরকার নির্ধারিত খাদ্য শস্য যথেষ্ট দাম দিয়ে কিনতে পারবেন । অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে , দেশের সমস্ত মানুষের রেশন কার্ডের তথ্য একটি সার্ভার অর্থাৎ একটি কম্পিউটারের আওতায় থাকবে । এবং এই রেশন কার্ড চালু হলে ভুয়ো রেশন কার্ডের ব্যবহার বন্ধ করা যাবে এমনটাই জানা যাচ্ছে । সারা দেশ জুড়ে এক রেশন কার্ড চালু হলে এর সুবিধা টা অনেক ,, তার কারণ , মানুষজন ভিনরাজ্জ্যে থাকলেও তার পক্ষে নিজের কার্ড দিয়ে রেশন তোলা সম্ভব হবে । এর মানে হচ্ছে , আপনি ভারতবর্ষের যেকোনো রাজ্যে থাকলেও আপনি রেশন তুলতে পারবেন । আর এটি 1স্ট জুন থেকে চালু হচ্ছে যাদের রেশন কার্ড ভুয়ো বলে বাতিল করা হয়েছে যার জন্য এই যোজনা ।