প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা - এটি একটি পেনশন যোজনা | ভারতবর্ষের যেকোনো নাগরিক(যে কিনা একজন কৃষক) এই যোজনাতে অংশগ্রহণ করতে পারবে। এই যোজনাতে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে ৬০ বছর বয়সের পর আপনি প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন।
Eligibility Criteria
১) আপনার বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
২) আপনাকে একজন কৃষক হতে হবে এবং আপনার ২ হেক্টর জমির দলিল থাকতে হবে।
৩) আপনার মাসিক ইনকাম ১৫,০০০ এর পর্যন্ত হতে হবে | ( এর বেশী ইনকাম হলে হবেনা)
কি কি ডকুমেন্ট লাগবে?
১) আধার কার্ড
২) সেভিংস ব্যাংক একাউন্ট / PM কিষাণ ব্যাংক একাউন্ট
৩) জমির দলিল
এই যোজনা কিভাবে কাজ করে?
আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৫৫টাকা থেকে ২০০ টাকার মধ্যে একটি নির্দিষ্ট এমাউন্ট ব্যাংকে জমা করতে হবে। (কত এমাউন্ট সেটি ধার্য হবে আপনার বয়স হিসেব করে)
আপনি যা টাকা জমা করবেন সেই সমপরিমাণ টাকা কেন্দ্র সরকারও জমা করবে আপনার হয়ে।
অর্থাৎ আপনি যদি মাসে ১০০ টাকা জমা করেন এই যোজনায় তাহলে কেন্দ্র সরকারও আপনার হয়ে আরও ১০০ টাকা জমা করবে, তার মানে আপিনার টোটাল ১০০+১০০ = ২০০ টাকা জমা হবে।
তারপর আপনার যখন ৬০ বছর বয়স পূর্ণ হবে, তখন থেকে আপনি প্রত্যেক মাসে ৩০০০ করে টাকা পেনশন হিসেবে পাবেন।
Online Application Link - https://maandhan.in/
Eligibility Criteria
১) আপনার বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
২) আপনাকে একজন কৃষক হতে হবে এবং আপনার ২ হেক্টর জমির দলিল থাকতে হবে।
৩) আপনার মাসিক ইনকাম ১৫,০০০ এর পর্যন্ত হতে হবে | ( এর বেশী ইনকাম হলে হবেনা)
কি কি ডকুমেন্ট লাগবে?
১) আধার কার্ড
২) সেভিংস ব্যাংক একাউন্ট / PM কিষাণ ব্যাংক একাউন্ট
৩) জমির দলিল
এই যোজনা কিভাবে কাজ করে?
আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৫৫টাকা থেকে ২০০ টাকার মধ্যে একটি নির্দিষ্ট এমাউন্ট ব্যাংকে জমা করতে হবে। (কত এমাউন্ট সেটি ধার্য হবে আপনার বয়স হিসেব করে)
আপনি যা টাকা জমা করবেন সেই সমপরিমাণ টাকা কেন্দ্র সরকারও জমা করবে আপনার হয়ে।
অর্থাৎ আপনি যদি মাসে ১০০ টাকা জমা করেন এই যোজনায় তাহলে কেন্দ্র সরকারও আপনার হয়ে আরও ১০০ টাকা জমা করবে, তার মানে আপিনার টোটাল ১০০+১০০ = ২০০ টাকা জমা হবে।
তারপর আপনার যখন ৬০ বছর বয়স পূর্ণ হবে, তখন থেকে আপনি প্রত্যেক মাসে ৩০০০ করে টাকা পেনশন হিসেবে পাবেন।
Online Application Link - https://maandhan.in/