পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, মেয়েদের পড়াশোনাতে আর্থিকভাবে সাহায্য করার জন্য
"বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ " দিয়ে থাকে | এ কে
JBNSTS ( Jagadish Bose National Science Talent Search)
স্কলারশিপও বলা হয়ে থাকে |
এই স্কলারশিপ ২ ধরনের হয়ে থাকে -
১) মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য -
JBNSTS Junior Scholarship Scheme
২) উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য -
JBNSTS Senior Talent Search Test
স্কলারশিপ এমাউন্টঃ
১) মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য -
JBNSTS Junior Scholarship Scheme
১০০০ টাকা করে প্রতি মাসে পরবর্তী ২ বছরে জন্য পাবেন ১১ ও ১২ ক্লাসের জন্য এবং এছাড়াও ২৫০০ টাকা করে বছরে এককালীন পাবেন |
২) উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য -
JBNSTS Senior Talent Search Test
২০০০ টাকা করে প্রত্যেক মাসে পাবেন - যতদিন আপনার বর্তমান কোর্স চলবে (সর্বোচ্চ ৫বছর)
তাছাড়া প্রত্যেক বছরে এককালীন ৫০০০ টাকা পাবেন।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
Eligibility Criteria
১) মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য -
JBNSTS Junior Scholarship Scheme
- ২০২০ সালে যারা মাধ্যমিকে ৭৫% নম্বর নিয়ে পাশ করবে, শুধুমাত্র তারাই আবেদনযোগ্য।
- একাদশ শ্রেনীতে (১১ ক্লাসে) সায়েন্স বিষয়ে ভর্তি হতে হবে।
- Physics, Chemistry, Biology, Mathematics, Statistics and Computer Science. ( এই কটি সাব্জেক্টের মধ্যে অন্তত ৩টি বিষয় থাকতে হবে)
২) উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য -
JBNSTS Senior Talent Search Test
- ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাই শুধুমাত্র আবেদন করবে ( এক্ষেত্রে কোনো নম্বরের কড়াকড়ি নেই)
- Engineering, Medical or Basic Science (Honours). ( যেকোনো ১টি বিষয় নিয়ে পরবর্তী কোর্সে ভর্তি হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ - Online / Offline
আবেদন শুরুর তারিখঃ Last week of June
আবেদনের লাস্ট ডেটঃ Last week of July
আবেদন মূল্যঃ 100
অনলাইনে আবেদন করার ওয়েবসাইটঃ https://www.jbnsts.org/
কি কি ডকুমেন্ট লাগবেঃ
- 3 copies of Passport size photographs.
- Demand Draft.
- Self-addressed envelope with postal stamp of Rs. 10 for sending Admit Card.
- Madhyamik Marksheet.
- Class 11th Admission Proof (for Junior) and Higher Secondary Marksheet (for Senior only).
অফলাইনে আবেদন করার জন্যে -
Jagadis Bose National Science Talent Search, 1300, Rajdanga Main Road Kolkata – 700107.
এই ঠিকানায় আবেদন পত্র ও ডকুমেন্ট জেরক্স পাঠাতে হবে |
স্কলারশিপ সিলেকশন প্রক্রিয়াঃ
১)বৃত্তি পরীক্ষা
২) ইন্টারভিউ
রেজাল্ট প্রকাশিত হবার তারিখঃ October 2020.
প্রথম ১০ জন মেয়েকে ল্যাপটপ দেওয়া হবে।
For any query you can contact Jagadis Bose National Science Talent Search, Kolkata on these phone Numbers 033-24428270 / 8269 & 24417542. You can also post your question on the below comment box, we will try to help you at our best.